অস্ট্রেলিয়ানিউজ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পাশাপাশি কাজের সুযোগ

বিশ্বমানের শিক্ষা, চমৎকার শহরজীবন ও পড়াশোনার পর কাজের সুযোগ—এই তিনে মিলে অস্ট্রেলিয়া এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রিয় গন্তব্য। QS Best Student Cities 2025 র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ ছাত্রবান্ধব শহরের তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, ক্যানবেরা ও অ্যাডিলেড জায়গা করে নিয়েছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় সুবিধা হলো স্নাতকের পর কাজ করার অনুমতি। পড়াশোনা শেষে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দেশটিতে থেকে কাজ করতে পারেন, যা ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য বিশাল সহায়তা।

অস্ট্রেলিয়ায় বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেখানে শিক্ষার্থীদের কাজের দেয়ার সুযোগ দেয়ার পাশাপাশি বেশ সুযোগ সুবিধা প্রদান করা হয়। উল্লেখযোগ্য স্কলারশিপের তালিকায় রয়েছে-

=> University of South Australia – Vice Chancellor’s International Excellence Scholarship

=> Deakin University – Vice-Chancellor’s Meritorious 100% Scholarship

=> La Trobe University – La Trobe High Achiever Scholarship

=> Flinders University – Excellence Scholarships ও Vice-Chancellor International Scholarships

=> Bond University – Undergraduate Excellence Scholarship

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।