কানাডা সরকার মঙ্গলবার (৪ নভেম্বর) তাদের নতুন ফেডারেল বাজেট ঘোষণা করেছে। একইসঙ্গে প্রকাশিত হয়েছে হালনাগাদ ইমিগ্রেশন লেভেলস প্ল্যানও। এ পরিকল্পনায় ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী অভিবাসন প্রার্থীদের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইমিগ্রেশন লেভেলস প্ল্যানে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নতুন স্টাডি পারমিট বা বিদেশি শিক্ষার্থী ভর্তির কোটা কমানোর মাধ্যমে। ২০২৫ সালে যেখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির সীমা ছিল ৩ লাখ ১৬ হাজার ২৭৬, সেখানে ২০২৬ সালে তা কমিয়ে ১ লাখ ৫৫ হাজারে নামানো হবে—যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ শতাংশ হ্রাস। এরপর ২০২৭ ও ২০২৮ সালেও এই সীমা ১ লাখ ৫০ হাজারে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই লক্ষ্য পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর আগে ২০২৬ সালে ৩ লাখ ৮৫ হাজার এবং ২০২৭ ও ২০২৮ সালে প্রতি বছর ৩ লাখ ৭০ হাজার শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেওয়ার প্রস্তাব ছিল।
বিশ্লেষকদের মতে, নতুন বাজেট স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে বিদেশি শিক্ষার্থী ভর্তির সীমা কানাডায় দীর্ঘমেয়াদে বহাল থাকবে। বর্তমান কোটা অনুযায়ী এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে কলেজ, স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা, ছয় মাসের বেশি মেয়াদের ভাষা কোর্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। এসব ক্যাটাগরির বিদেশি শিক্ষার্থীরাই কানাডায় প্রতিবছর অধিকাংশ স্টাডি পারমিট এর জন্য আবেদন করে থাকে।








