নিউজ

জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন প্রোগ্রামে আবেদন শুরু, লাগবে না আইইএলটিএস

জার্মানির হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (Helmholtz Zentrum Berlin–HZB) ২০২৬ সালের HZB সামার স্টুডেন্ট প্রোগ্রাম–এর জন্য আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এই আন্তর্জাতিক প্রোগ্রামটি ৮ সপ্তাহের গবেষণা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে।

প্রোগ্রামের বিবরণ
২০২৬ সালের ৬ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে এইচজেডবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম। এতে প্রায় ২০ জন স্নাতক শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অভিজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে নিজ নিজ গবেষণা প্রকল্পে কাজ করবেন।

গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে —
ফোটন সায়েন্স, ফোটোভোলটাইকস, সোলার সেল প্রযুক্তি, ইলেক্ট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ, কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস এবং অ্যাক্সিলারেটর রিসার্চ।

এই প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের বাস্তব গবেষণা পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। প্রোগ্রামটি সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের অবশ্যই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে; পিএইচডি শিক্ষার্থীরা যোগ্য নন। ইংরেজিতে দক্ষতা আবশ্যক, তবে জার্মান ভাষা জানলে অগ্রাধিকার থাকবে।

উক্ত প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ইউরো। ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন। সবচেয়ে বড় সুবিধা হলো আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।